বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহীর স্টান্টবাজি পরিষ্কার হলো। নিজেকে আলোচনায় রাখার জন্য তিনি অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। টানা কয়েকটি ছবি ফ্লপ হওয়ায় এবং 'রোমিও ভার্সেস জুলিয়েট' ও 'অগি্ন-২' ছবি দুটিকে আলোচনায় রাখতেই তিনি এ স্টান্টবাজি করেন। ফেসবুকে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে তিনি ৩০ জানুয়ারি আমেরিকা চলে যান। আর এ কাজটি মাহী অভিমান থেকে করেছেন বলে মনে করছেন চলচ্চিত্রাঙ্গনের অনেকেই। রবিবার মাহী ফেসবুকে নতুন স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানান, 'অভিনয় তিনি ছাড়বেন না। তার রক্তে মিশে গেছে অভিনয়। তাই অভিমান ভুলে তিনি আবার অভিনয়ে ফিরে এসেছেন'।
তার এই স্ট্যাটাসই তার অভিমানের বিষয়টি প্রমাণ করে। অনেকে বলছেন, মাহীর অভিমান তার কথিত প্রেমিক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে। আবার অনেকে মনে করেন, বিষয়টি উল্টো। আবদুল আজিজের পরামর্শেই মাহী স্টান্টবাজি করেছেন। ঘটনা নিয়ে বিতর্ক থাকলেও চলচ্চিত্রপাড়ার মানুষের মধ্যে মাহীর স্টান্টবাজির বিষয়টি নিয়ে দোটানা নেই। সবাই নিশ্চিত, মাহী স্টান্টবাজিই করেছেন। অবসর থাকায় ঘুরতে গিয়েছিলেন। এই সুযোগে স্টান্টবাজি করে নিজেকে আলোচনায় রেখে আবার শুটিংয়ে ফিরেছেন।