'একুশের গান' শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। একুশে ফেব্রুয়ারি নিয়ে গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটির সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। এ প্রসঙ্গে ফাতেমা-তুজ-জোহরা বলেন, 'কিছুদিন আগে গানটির রেকর্ডিং করেছি। খুব শিগগিরই গানটি অনলাইনে প্রকাশ করা হবে।' সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে গান প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, অনেক শিল্পী তাদের গানগুলো ডিজিটাল প্রক্রিয়ায় রিলিজ করছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাকেও এগিয়ে যেতে হবে। তাই কয়েকজন শুভাকাঙ্ক্ষীর পরামর্শে অনলাইনে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এ নিয়ে কয়েকটি অনলাইনের সঙ্গে কথাও চলছে। এ ছাড়া নতুন কাজ সম্পর্কে বলেন, 'একুশের গান' ছাড়াও খুব শিগগিরই নতুন কিছু গান প্রকাশ হবে।