কলকাতার বাংলা ছবিতেই ব্যস্ত সময় পার করছেন সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রাইমা সেন। তবে বছরে একটি হলেও হিন্দি ছবিতে দেখা যায় এ অভিনেত্রীকে। রাণা ভাটিয়ার প্রথম ছবিতে অভিনয়ের মাধ্যমে বছরের শুরুতেই বলিউডে ব্যস্ত হয়ে পড়ছেন বঙ্গকন্যা।
গত চার বছরে তার হিন্দি ছবিগুলো হলো-‘কাশমাকাশ’, ‘থ্রি ব্যাচেলরস্’, ‘আই মি অর ম্যায়’, ‘চিলড্রেন অব ওয়ার’। ২০১৫ সালে মুক্তি পাবে ‘ইশক কভি কারিও না’। শোনা যাচ্ছে অতীত রেকর্ড ভেঙে সাহসী চরিত্রে দেখা যাবে রাইমাকে।
রাইমা সেন বর্তমানে সহশিল্পী প্রতীক বাব্বরের সঙ্গে গোয়াতে শ্যুটিংয়ে ব্যস্ত। গুঞ্জন আছে, এই রোম্যান্টিক থ্রিলারে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য আছে। পরকীয়া প্রেম এবং অন্তর্দন্দ উপজীব্য করে নির্মিতব্য এ ছবিতে একবারে হাল ফ্যাশনের পোশাকে তাকে পর্দায় দেখতে পাবে দর্শকরা।
সিনেমা প্রসঙ্গে রাইমা জানিয়েছেন, এই ছবিতে তিনি একজন বিশাল অর্থবান ব্যক্তির স্ত্রী। রাইমার চরিত্রের নাম প্রিয়া আর তার স্বামী শেখর। গোয়াতে তাদের সুখের সংসার। আদর্শ স্ত্রীর মতোই স্বামীকে প্রচন্ড ভালোবাসেন প্রিয়া। হঠাৎ ঘটনাচক্রে তার জীবনে আগমন ঘটে রাজ নামের অন্য এক পুরুষের। ছবিতে শেখরের চরিত্রে অভিনয় করছেন রাহুল নামের একজন নবাগত অভিনেতা। আর রাজ চরিত্রে দেখা যাবে প্রতীক বাব্বরকে।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৫/মাহবুব