মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব ও প্রসেনজিৎ। আজ একুশের প্রথম প্রহরে রাত ১২টা ৭ মিনিটে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় নানা ক্যামেরায় বন্দী হন এ দুই চিত্রনায়ক। দুইজনকেই অনেক উচ্ছসিত দেখা যায়। তারা কথা বলেন শহীদ মিনারে আসা সাধারণ মানুষের সঙ্গে।
মধ্যরাতে দেব তার ফেসবুকে প্রসেনজিতের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে লিখেন, 'আজ ২১ শে ফেব্রুয়ারি/ মনের মাঝে নতুন দিনের আশা ../ তোমার দেশ, আমার দেশ সঙ্গে বাংলা ভাষা'।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতার প্রথম বাংলাদেশ সফর। মমতার সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন গৌতম ঘোষ, মুনমুন সেন, নচিকেতাসহ পশ্চিববঙ্গের রাজনীতিক, ব্যবসায়ীদের ৩৬ সদস্যের একটি দল।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ