দুই বাংলার চলচ্চিত্রের উন্নয়নে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ, নির্মাণের নীতিমালা তৈরি, শিল্পী ও কলাকুশলীদের পেশাগত মান-উন্নয়নসহ নানা পরিকল্পনার খসড়া হাতে নিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। গতকাল বিএফডিসিতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক এস এম হারুন-অর-রশীদ, পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, সহ-সভাপতি ওমর সানি, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সিমলা, জায়েদ খান এবং ওপার বাংলার পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ, অরিন্দম শীল প্রমুখ।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক এস এম হারুন-অর-রশীদ জানান, দুই বাংলার চলচ্চিত্রের উন্নয়নে যৌথ প্রযোজনাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। দুই বাংলার চলচ্চিত্রকারদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে।