আমাদের মিডিয়ায় যে ক'জন তারকা নির্মাতা রয়েছেন তাদের মধ্যে সালাউদ্দীন লাভলুকে সবার সেরা বলে দাবি করেন অনেকেই। দাবিটা আসলে অযৌক্তিক নয়। সালাউদ্দীন লাভলু এ পর্যন্ত যে কয়টি নাটক নির্মাণ করেছেন সবকটি ছিল জনপ্রিয় কিংবা আলোচিত। তার হাত ধরে বাংলাদেশে অনেক অভিনেতা-অভিনেত্রী তারকাখ্যাতি পেয়েছেন। নবাগত কিন্তু যোগ্য অভিনেতা-অভিনেত্রীদের প্রায়ই অভিনয়ের সুযোগ করে দেন সালাউদ্দীন লাভলু। সেই সুবাদে তার নাটকে প্রথমবারের মতো অভিনয় করার সুযোগ পেয়েছেন স্নিগ্ধ বর্ষা। নাটকের নাম 'খড়কুটা'। কাজী শহিদুল ইসলামের রচনায় সালাউদ্দীন লাভলুর নতুন এ ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে স্নিগ্ধ বর্ষা বলেন, 'লাভলু ভাইয়ের নাটকে অভিনয় করতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এ নাটকে আমি সর্বোচ্চ মেধা খাটিয়ে অভিনয় করার চেষ্টা করেছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।' সালাউদ্দীন লাভলু জানান, স্নিগ্ধ বর্ষা ভালো কাজ করার চেষ্টা করেছে।