গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশু-সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের আজ জন্মদিন। এ বছর তার প্রাপ্তির ঝুড়িতে যুক্ত হলো দেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সম্মাননা 'একুশে পদক'। 'গণমাধ্যম' শাখায় প্রথম ঘোষণাকৃত, প্রথমবারই তিনি এ পদক পেয়েছেন। ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। শিশু-সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের খ্যাতি প্রায় তিন দশক। শিশু-সাহিত্যে অবদানের জন্য এযাবৎ তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, রোমেনা আফাজ স্মৃতি স্বর্ণপদক, টেনাশিনাস পদক ও ইউরো শিশু-সাহিত্য পুরস্কার। চলচ্চিত্র প্রযোজনার জন্য ছয় বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিদেশের নানা সম্মাননা ও পুরস্কার। শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, নির্মাণ এবং পরিচালনার জন্য বাচসাসসহ বিভিন্ন সংগঠন তাকে পুরস্কারে ভূষিত করেছে। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি তার লেখা বেশকটি নাটকও টেলিভিশনে প্রচারিত হয়েছে। বর্তমানে তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বের পাশাপাশি নিজেকে লেখালেখিতে সম্পৃক্ত রেখেছেন। প্রায় শতাধিক গ্রন্থের লেখক ফরিদুর রেজা সাগরের লেখা 'ছোট কাকু সিরিজ' ছোট-বড় সবার কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে।
সম্প্রতি প্রকাশিত বাংলা টেলিভিশনের ৫০ বছর, বইগুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তার লেখা 'এক জীবনে টেলিভিশন' বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে এবং গল্প 'অমি ও আইসক্রিম'অলা ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে।