একজন ভালো স্বামী হওয়ার চেয়ে একজন ভালো বাবা হতেই বেশি আগ্রহী বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি দুবাইয়ে একটি জুয়েলারি ব্র্যান্ডের শাখার উদ্বোধনের সময় একথা জানান তিনি। খবর ইন্ডিয়া টুডে'র
'বিইং হিউম্যান' নামে একটি জুয়েলার্সের ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে নিয়োজিত হয়েছেন সালমান। সম্প্রতি দুবাইয়ে তাদেরকে একটি শোরুম উদ্বোধন করেন এই অভিনেতা। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমান বলেন, 'স্বামী হওয়ার চেয়ে বাবা হতেই আমি বেশি আগ্রহী।'
ভবিষ্যতে বিয়ে করে পরিবার গড়ার বিষয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান বলেন, 'আমি সবসময় বিয়ের কাছাকাছি পৌঁছে যাই। স্রষ্টা অনেক দয়ালু। হয়তো আমার ভাগ্যও একদিন খুলে যাবে। আশা করছি, খুব শিগগিরই এটা ঘটবে। তবে বিয়ের চেয়ে আমার তালিকায় আগে সন্তানরাই রয়েছে।'
‘দাবাং’ খ্যাত এ অভিনেতা আরো বলেন, 'তবে বিয়ে ছাড়াই সন্তান নেওয়ার কোনো উপায় আমি এখনো বের করতে পারিনি।'
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ