বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে হরিণ শিকারের অভিযোগে চলামান অস্ত্র মামলার চূড়ান্ত রায় দেয়া হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। এদিন আদালতে স্বশরীরে উপস্থিত থাকতে হবে সালমানকে।
যোধপুরের একটি আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। বর্তমানে মামলাটিতে তিনি জামিনে আছেন।
রাজস্থানে ১৯৯৮ সালে 'হাম সাথ সাথ হ্য' সিনেমার শুটিং করতে গিয়ে বিপন্ন ব্ল্যাক বাক প্রজাতির একটি হরিণ হত্যার অভিযোগে সালমানের নামে মামলা করা হয়।
হরিণ শিকারের সময় সালমানের অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ছিল না। এর পরই আদালতে হাজিরা দেয়ার সময় তার রাইফেল ও রিভলভার জব্দ করার নির্দেশ দিয়েছিল আদালত।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব