প্রয়াত অভিনেতা, নির্দেশক ও রচয়িতা আবদুল্লাহ আল মামুনের অসম প্রেমের গল্প 'তাহাদের যৌবনকাল'। গল্পটি নিয়ে একটি ধারাবাহিক নাটক নির্মাণও করতে চেয়েছিলেন তিনি; কিন্তু পারেননি। তার সহকারী পরিচালক সাজাদ হাসান বাবলু 'তাহাদের যৌবনকাল' নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করবেন। এতে ফেরদৌসী মজমুদার সুমিতা বড়ুয়া চরিত্রে অভিনয় করছেন। চলতি সপ্তাহে এর শুটিং শুরু হয়েছে পূবাইলে।
ফেরদৌসী মজমুদার বলেন, 'মামুন ভাইয়ের রচিত নাটক বলেই কাজটি করছি। এর আগে মামুন ভাইয়ের রচনা ও নির্দেশনায় বহু নাটকে অভিনয় করেছি। তাই তার লেখার প্রতি সব সময় এক ধরনের আবেগ কাজ করে। সেই আবেগ থেকে, ভালোলাগা থেকে নতুন এ ধারাবাহিক নাটকে কাজ করা। ভীষণ ভালো লাগছে কাজটি করতে পেরে। যতদিন সুস্থভাবে কাজ করতে পারব করে যাব। গল্প পছন্দ হলে শরীর ভালো থাকলে কাজ করে যাব। ' সাজাদ হাসান জানান, শিগগিরই নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।
আবদুল্লাহ আল মামুন রচিত 'তাহাদের যৌবনকাল' নাটকে আরও অভিনয় করছেন- রামেন্দু মজুমদার, এস এম মোহসীন, ডলি জহুর, পীযূষ বন্দ্যোপাধ্যায়, দিবা নার্গিস, রুমানা, আলভী, সাবি্বর আহমেদ প্রমুখ।
পরিচালক সাজাদ এর আগে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত আবদুল্লাহ আল মামুনের রচনায় 'কালা মানিকের ধলা বউ' ধারাবাহিক নাটকটি নির্মাণ করেন। এদিকে ফেরদৌসী মজুমদার অভিনীত রহমতুল্লাহ তুহিন পরিচালিত ধারাবাহিক নাটক 'ক্ষণিকালয়' মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে।