প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা ও নতুন মুখ মিষ্টি জান্নাত অভিনীত শেরপুর ও জামালপুরের সত্য ঘটনা নির্ভর প্রেমের ছবি 'চিনি বিবি' বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল। 'খায়রুন লো তোর লম্বা মাথার কেশ' গানের জনপ্রিয় গীতিকার ওয়াদুদ রঙ্গিলা লিখেছেন এ ছবির গল্প ও গান। ছবিটির চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন নজরুল ইসলাম বাবু। নির্মাতা জানান, গ্রামের সাধারণ মানুষের প্রতিদিনের হাসি কান্না, সুখ-দুঃখকে ঘিরে গড়ে উঠেছে 'চিনি বিবি' ছবির গল্প। চমৎকার গল্প ও গানের নির্মল বিনোদনের এ ছবিটি সপরিবারের দেখতে পারবে দর্শক। শিগগিরই মুক্তি পাচ্ছে এটি। এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসান, ববি, ওয়াদুদ রঙ্গিলা, আবদুল্লাহ সাকি, রবিউল ও নতুন মুখ জয় চৌধুরী। এইচ এস প্রোডাকশন প্রযোজিত এ ছবির ১১টি গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, বেবী নাজনীন, কনকচাঁপা, মনির খান, আগুন, রাজীব ও মমতাজ। ছবিটির কারিগরি সহায়তায় জাজ মাল্টি মিডিয়া।