দুই বাংলার চলচ্চিত্রের উন্নয়নে এফডিসিতে বৈঠক হলো শনিবার। এতে উপস্থিত ছিলেন দুই বাংলার চলচ্চিত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পীরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও এফডিসির এমডি হারুন-অর-রশীদও যোগ দেন বৈঠকে। আলোচনা হয় যৌথ প্রযোজনার ছবি নির্মাণ নিয়ে। এই বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সমিতি। কারণ এ দুই সমিতিকে বৈঠকে ডাকা হয়নি।
প্রদর্শক সমিতির সহ-সভাপতি সুদীপ্ত কুমার দাস বলেন, যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের দায়িত্ব ও ক্ষমতা প্রযোজকের। নির্মিত ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শন হবে প্রদর্শকের ইচ্ছায়। চলচ্চিত্রের এ দুই ব্যবসায়ী সংগঠনকে বাদ দিয়ে নীতিমালা প্রণয়ন ফলপ্রসূ হতে পারে না। নীতিমালার বর্তমান যে অবস্থা তাতে যে কেউ ঢাকার দু-একজন শিল্পী নিয়ে দুচারদিন শুট করে যৌথ প্রযোজনার ছবি বলে চালিয়ে দেওয়া যায়। যা হয়েছে 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিটির ক্ষেত্রে। তাই এ ধরনের সারগর্ভহীন বৈঠকে উদ্বেগ জানাচ্ছি। প্রযোজক সমিতির উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ হোসেন বলেন, প্রযোজক-প্রদর্শক ছাড়া এ বৈঠক ফলপ্রসূ হতে পারে না। জানি না কেন এ ধরনের গুরুত্বহীন বৈঠকের আয়োজন করা হলো। এটি মোটেও ঠিক হয়নি।
বৈঠকের আয়োজক এফডিসির এমডি হারুন-অর-রশীদ বলেন, বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল না। হঠাৎ করে ওইদিন সকালে ওপার বাংলার চলচ্চিত্রকাররা ফোন দিয়ে বললেন আমরা এফডিসিতে আসতে চাই। আসার পর যারা উপস্থিত ছিলেন তাদের নিয়ে অন্যান্য আলাপের সঙ্গে যৌথ আয়োজন নিয়ে কথা বলা হয়। তখন আমিই তাদের এ ব্যাপারে প্রাথমিক উদ্যোগ নিতে বলি। ওপার বাংলার চলচ্চিত্রকাররাই তথ্যমন্ত্রীকে বৈঠকে আসার আমন্ত্রণ জানান। এ নিয়ে কারও মন খারাপ করার কিছু নেই। কারণ সবাইকে নিয়েই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।