বর্তমান সময়ের সুফি গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাফাত প্রকাশ করেছে তার চতুর্থ একক অ্যালবাম 'সুফিয়ানা-২'। ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। অ্যালবামটিতে একটি গানের ডাবল ভার্সনসহ ১০টি গান রয়েছে। এর মধ্যে পাঁচটি দ্বৈত। দুটি দ্বৈত গানে রাফাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অাঁখি আলমগীর। একটি করে গানে কণ্ঠ দিয়েছেন শান্তা সাহা, তানজিনা রুমা ও পাপড়ি। একটি করে গানের সুর করেছেন বেলাল খান ও অরূপ। বাকি গানগুলোর সুর রাফাতেরই। অ্যালবাম প্রসঙ্গে রাফাত বলেন, 'আমার সুফিয়ানা-১ অ্যালবামটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ করলাম 'সুফিয়ানা-২'। এ অ্যালবামের গানগুলোও সুফি ধাঁচের। কথা, সুর ও সংগীতায়োজন সব কিছুতে বৈচিত্র্য রয়েছে।' গানগুলোর শিরোনাম 'এভাবেই কি', 'শিরোনাম-২', 'জানের মাওলা', 'ওরে প্রিয়া', 'আশেকান দিল', 'শোনো মহাজন', 'ইয়া খোদা', 'সূয প্রেমিক' এবং 'তুমি মেহেরবান'।