ভালোবাসা দিবসে চিরকুট ব্যান্ড দর্শক-শ্রোতাদের উপহার দেবেন নতুন একটি গান। শনিবার রাতে ইউটিউবে নতুন গানটি প্রকাশ করেন তারা। এর শিরোনাম 'ভালোবাসলে কেন খিদে পায় না'। গানটির সুর-সংগীতের কাজটি করেছে ব্যান্ডের সদস্যরা। ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী। গানটির বিষয় নিয়ে ব্যান্ডের গায়িকা সুমী বলেন, আমাদের এবারের গানের থিমটি একটু ভিন্ন। আমরা লক্ষ্য করে দেখেছি, প্রেমে পড়লে মানুষের অনেক রকম উপসর্গ দেখা দেয়, যার অন্যতম হচ্ছে খাবারে অনীহা। বিশেষ করে অল্প বয়সীদের ক্ষেত্রে তীব্র মাত্রায় ক্ষুধামন্দা দেখা দেয়। তাই এ নিয়ে গানটি করা। এতে অতিথি সদস্য হিসেবে আছেন রোমেল আলী।
'ভালোবাসলে কেন খিদে পায় না' ছাড়াও ভালোবাসা দিবসের জন্য 'পথ' নামের আরও একটি গান তৈরি করছে ব্যান্ডটি। পাশাপাশি আগের অ্যালবামের কয়েকটি গানের ভিডিও তৈরির কাজ চলছে। ভালোবাসলে কেন খিদে পায় না নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে রবি। গানটি তাদের তৃতীয় ব্যান্ড অ্যালবামে থাকবে।