সানি লিওন ও আনুশকা শর্মা ইতোমধ্যে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে তাদের আদর্শ বলে জানিয়েছেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন আরেক বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। 'প্রিয়াঙ্কাই আমার আদর্শ' বলে সম্প্রতি ইন্ডিয়াটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রদ্ধা জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার
‘মেরি কম’ মুভিতে প্রিয়াঙ্কার অভিনয়ের প্রশংসা করেছেন শ্রদ্ধা। মুভিটিতে তার অ্যাথলেটীয় অভিনয় দেখে শ্রদ্ধায় সত্যিই রোমাঞ্চিত বলে জানান। এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘মেরি কম’ দেখে আমি সত্যিই অনেক আনন্দ পেয়েছি। মুভিটিতে প্রিয়াঙ্কার হৃদয় ও চোখ আবেগে ভরপুর ছিল।'
‘হায়দার’ খ্যাত এ অভিনেত্রী আরো বলেন, 'প্রিয়াঙ্কা আমার আদর্শ এবং ভবিষ্যতে আমি অনেক সময় নিয়েই তার সঙ্গে দেখা করতে চাই। আমি জানতে চাই, এ ধরনের চরিত্রগুলো সে কিভাবে ফুটিয়ে তোলে।'
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ