প্রাক্তন প্রেমিকাদের প্রসঙ্গ উঠলে একটুও বিব্রত হন না তিনি। বরং ঝটপট মজা করেই উত্তর দেন বলিউডের দাবাং হিরো সালমান খান।
সম্প্রতি দুবাইয়ে এক সাংবাদিক সম্মেলনে সালমান খানকে জিজ্ঞাসা করা হয়, তার প্রিয় ক্রিকেটার কে? উত্তরে তিনি বলেন, আজহারউদ্দিন। এটুকুর মধ্যে অবাক হওয়ার মতো কিছু না থাকলেও এরপরেই তার কথায় ফুটে ওঠে কৌতুক। ভারতের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আজহার শুধু তার প্রিয় তারকাই নন, তিনি সঙ্গীতা বিজলানীর স্বামীও! অবশ্য প্রাক্তন স্বামী।
সঙ্গীতা বিজলানী আর সালমানের প্রেমের কাহিনী সকলেরই জানা। শুধু সঙ্গীতাকে নিয়েই নয়, কিছুদিন আগে বোন অর্পিতার বিয়েতে তিনি ক্যাটরিনাকে বলেন, আমি তোমাকে ‘ক্যাটরিনা খান’ হওয়ার সুযোগ দিয়েছিলাম, তুমি ‘ক্যাটরিনা কাপুর’ হতে চাইলে।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা