বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের বিপরীতে দিল্লির নতুন মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রস্তাব দেওয়া হয়েছিল তবে এ ব্যাপারে তিনি সম্মতি দেননি।
খবরটা কতদূর সত্যি আমাদের জানা নেই। তবে ভারতীয় অনলাইন সূত্রের খবর, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই ছবিতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল ছবি নির্মাতাদের পক্ষ থেকে। শুধু অভিনয় না একেবারে নায়কের চরিত্রে। যদিও সে প্রস্তাবে নাকি রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল।
কেজরিওয়ালকে দেওয়া পরিচালক কেসি বোকাডিয়ার ওই ছবি নিয়ে বিতর্ক কম হয়নি। ভারতের তেরঙা মল্লিকা শেরাওয়াতের নগ্ন দেহে ফেলে রেখে যে পোস্টারটি ছবি নির্মাতারা বানিয়েছিলেন তা নিয়েই চরম বিতর্ক, সমালোচনার মধ্যে পড়তে হয় ছবি নির্মাতাদের। এই ছবিতে মল্লিকার পাশাপাশি ওম পুরী, আশুতোষ রানা, অনুপম খের, নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রফ অভিনয় করেছেন।
সূত্রের খবর, যে চরিত্রটি নাসিরুদ্দিন শাহ করছেন সেই চরিত্রটির জন্য প্রথমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কেজরি বাবু না করাতেই সেই চরিত্রটি দেওয়া হয় প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিনকে।
ছবির পরিচালক কে সি বোকাডিয়ার কথায়, "হ্যাঁ, খবরটি সত্যি। এই ছবিতে অরবিন্দ কেজরিওয়ালকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু উনি সময় দিতে না পারায় তা সম্ভব হয়নি। যদিও আমাদের ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর পরই আমরা নাসিরুদ্দিনের কাছে প্রস্তাব রাখি অভিনয়ের।"
বিডি-প্রতিদিন/ ২৩, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব