গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে ৮৭তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর পুরস্কার প্রদানের আসর। উপস্থাপনা করেন হলিউড তারকা নিল প্যাট্রিক হ্যারিস। এবারই প্রথম অস্কার উপস্থাপক হিসেবে দেখা যায় তাকে। ৪১ বছর বয়সী এই মার্কিন তারকা শুরুতেই স্বদেশি গায়িকা আনা কেনড্রিককে নিয়ে গান গেয়ে শোনান। পরিবেশনা শেষে ৩ হাজার ৩০০ অতিথির হাততালিতে মুখরিত হয়ে ওঠে ডলবি থিয়েটার। বিদ্রূপাত্মক ছবি 'বার্ডম্যান'ই পেল সেরা ছবির স্বীকৃতি।
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জুলিয়ান মুর। 'স্টিল অ্যালিস' ছবিতে আলঝেইমার রোগে আক্রান্ত অধ্যাপিকার ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার গেল তার ঘরে। বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এডি রেডমেইন। 'দ্য থিওরি অব এভরিথিং' ছবির জন্য অস্কার গেল ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ তারকার ঘরে। অন্যদিকে 'দ্য থিওরি অব এভরিথিং'-এর সুবাদে রেডমেইন আরও জিতেছেন বাফটা আর এসএজি। তাই সেরা অভিনেতার বিভাগে ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলেন তিনিই।
সেরা পরিচালক হিসেবে বাজিমাত করলেন আলেহানড্রো গনজালেস ইনারিতু। বিদ্রূপাত্মক ছবি 'বার্ডম্যান' তৈরির জন্য পুরস্কারটি পেলেন মেঙ্কিান এ চলচ্চিত্রকার।
আসরে সেরা মৌলিক গান হলো 'গ্লোরি'। 'সেলমা' ছবির এ গানটি গেয়েছেন জন লিজেন্ড ও র্যাপার কমন। তাদের প্রকৃত নাম যথাক্রমে জন রজার স্টিফেন্স ও লনি রশিদ লিন জুনিয়র। এবারই প্রথম অস্কার জিতলেন দুজনে। সেরা মৌলিক গান বিভাগের পুরস্কার ঘোষণার ঠিক আগে একাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকালো আয়োজনে জন লিজেন্ড ও র্যাপার কমন একসঙ্গে মঞ্চে গানটি পরিবেশন করেন। এ সময় 'সেলমা' ছবির অভিনেতা ডেভিড ওয়েলোয়ো, হলিউড অভিনেতা ক্রিস পাইনসহ অনেকের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে।
মার্কিন সরকারের নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন তোলা এডওয়ার্ড স্নোডেনকে ঘিরে নির্মিত 'সিটিজেন ফোর' অস্কারে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে। একাডেমি অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে পুরস্কারটি গ্রহণ করেন এর নির্মাতা লরা পয়েট্রাস।
প্রামাণ্যচিত্রটিতে দেখানো হয়েছে- স্নোডেনের সঙ্গে প্রথমবার সাক্ষাতের জন্য এক প্রামাণ্যবিদ ও এক সাংবাদিকের হংকং যাত্রা। দেশে-বিদেশে মার্কিন সরকারের গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে স্নোডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। একাডেমি অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে সেরা অ্যানিমেটেড ছবির বিভাগে চমক দেখা যায়। 'হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু'কে হটিয়ে পুরস্কার জিতে নেয় ডন হল ও ক্রিস উইলিয়ামস পরিচালিত 'বিগ হিরো সিঙ্'। মারভেল কমিকসের সুপার হিরো দলকে ভেবে সাজানো হয়েছে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওসের ছবিটি। এর গল্পে দেখা যায়- হিরো হামাদা ও বিশাল রোবট বেম্যাঙ্ মুখোশধারী এক ভিলেনকে শায়েস্তা করতে সুপার হিরো দল গড়ে তোলে।
এ আসরে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে পুরস্কার জিতেছে পোল্যান্ডের 'ইডা'। পাওয়েল পাউলিকোসকি পরিচালিত ছবিটির কাছে হেরে গেছে রাশিয়ার 'লেভিয়াফান'। এর আগে বাফটা ও স্পিরিট অ্যাওয়ার্ডসেও সেরা বিদেশি ভাষার ছবি হয়েছে 'ইডা'। এতে তুলে ধরা হয়েছে ষাটের দশকের পোল্যান্ড। এর গল্প আনা নামের এক যুবতী নানকে ঘিরে। পুরস্কার গ্রহণের পর পাউলিকোসকি বলেন, 'জীবনটা সত্যিই অনেক চমকে ভরা'। এবার সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন প্যাট্রিসিয়া আর্কেট। 'বয়হুড' ছবিতে মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। অস্কারের আগে গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর স্পিরিট অ্যাওয়ার্ডসও জিতেছেন প্যাট্রিসিয়া আর্কেট। তাই সেরা সহ-অভিনেত্রী বিভাগে ৪৬ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীর পুরস্কার-জয়টা মোটামুটি নিশ্চিতই ছিল।
প্যাট্রিসিয়ার দৌরাত্ম্যের কারণে সেরা সহ-অভিনেত্রী বিভাগে অস্কার জেতা হলো না রেকর্ড উনিশবারের মতো মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপের। এর আগে তিনবার অস্কার জেতেন তিনি। ৬৫ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রীর আগে কেবল প্রয়াত ক্যাথারিন হেপবার্নের চারবার অস্কার-জয়ের রেকর্ড আছে।
এবারের আসরে প্রথমেই দেওয়া হলো সেরা সহ-অভিনেতা বিভাগের পুরস্কার। এটি পেয়েছেন জেকে সিমন্স। 'হুইপ্ল্যাশ' ছবিতে জাঁদরেল জ্যাজ সংগীত শিক্ষকের ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি।
অস্কারের আগে গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর স্পিরিট অ্যাওয়ার্ডসও জিতেছেন জেকে সিমন্স। তাই সেরা সহ-অভিনেতা বিভাগেও ৬০ বছর বয়সী এই মার্কিন অভিনেতারও পুরস্কার-জয়টা মোটামুটি নিশ্চিতই ছিল।
৮৭তম একাডেমি অ্যাওয়ার্ড
* সেরা ছবি 'বার্ডম্যান'
* সেরা অভিনেত্রী জুলিয়ান মুর
* সেরা অভিনেতা এডি রেডমেইন
* সেরা পরিচালক ইনারিতুর
* সেরা গান 'গ্লোরি'র জন্য অশ্রু
* সেরা তথ্যচিত্র 'সিটিজেন ফোর'
* সেরা অ্যানিমেটেড ছবি 'বিগ হিরো সিক্স'
* সেরা বিদেশি ভাষার ছবি 'ইডা'
* সেরা সহ-অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট
* সেরা সহ-অভিনেতা জেকে সিমন্স
শিরোনাম
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
- জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
- অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
- পাহাড়ে জলকেলিতে মাতোয়ারা তরুণ-তরুণীরা
- নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
- ‘নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যায় অভিযুক্তদের বিচার চায় জামায়াত’
- মহেশখালীতে অপহৃত ইজিবাইক চালক উদ্ধার
- ঝিনাইদহ-যশোর মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৫
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই
- প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন
- ‘প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কাজ চলছে’
- নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
শেষ হলো ৮৭তম অস্কারের আসর
সেরা ছবি \'বার্ডম্যান\' সেরা অভিনেতা এডি রেডমেইন ও অভিনেত্রী মুর
শোবিজ ডেস্ক
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর