দীর্ঘদিন পর বিজ্ঞাপনের কাজ করছেন মডেল ও অভিনেত্রী রুহি। বিজ্ঞাপন চিত্রে রুহিকে দেখা যাবে একটি মোটরসাইকেলে চড়ে পিচঢালা পথে আসছেন। পরনে জিন্স, লাল টি-শার্ট আর কালো জ্যাকেট। রুহি জানালেন, এটা একটি ভোজ্যতেলের বিজ্ঞাপনচিত্রের দৃশ্য। গল্পের প্রয়োজনেই মোটরসাইকেল চালাতে হয়েছে।
দীপু সেকান্দারের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ চলছে। রুহি আরও জানালেন, অনেক দিন পর কোনো বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন তিনি। সর্বশেষ আহমেদ ইউসুফ সাবেরের নির্দেশনায় ফুড লাইনের একটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
সম্প্রতি তার অভিনীত 'জিরো ডিগ্রী' এপারে আর 'গ্ল্যামার' মুক্তি পেয়েছে ওপার বাংলায়। এখন তিনি মনসুর আলীর পরিচালনায় 'সিনেমা' নামের একটি ছবিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।
গত বছর রুহি অভিনীত 'সংগ্রাম' ছবিটি দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এটি ছিল রুহি অভিনীত প্রথম ছবি। এতে তার সঙ্গে অভিনয় করেন প্রখ্যাত বলিউড অভিনেতা অনুপম খের। ছবিটি পরিচালনা করেছেন মনসুর আলী খান। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হয় ছবিটি। এতে এই অভিনেত্রীর অভিনয় দারুণভাবে প্রশংসা কুড়ায়।
চলতি বছর বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে রুহির।
রুহি বলেন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করব।