'মন পুতুলের গল্প' শিরোনামে নতুন একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহ্জাবিন। নাটকে মেহ্জাবিন চৌধুরী অভিনয় করেছেন টুসি চরিত্রে। পুতুলেরও মন আছে গল্পের শেষ অংশে গিয়ে তাই-ই আবিষ্কার হয়। আর এমনই গল্প রচনা করেছেন শরীফ সুজন। নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। এর আগে একই পরিচালকের নির্দেশনায় 'বউ বদল' নাটকে অভিনয় করেছিলেন মেহ্জাবিন চৌধুরী। চলতি বছরের ঈদুল ফিতরে নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন মেহ্জাবিন চৌধুরী। এরই মধ্যে রাজধানীর কাওলা এবং উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মেহ্জাবিন চৌধুরী বলেন, 'রুনি ভাইয়ের বউ বদল নাটকে এর আগে অভিনয় করেছিলাম। খুব ভালো হয়েছিল কাজটি। নতুন কাজ 'মন পুতুলের গল্প'ও অসাধারণ হয়েছে। নাটকের গল্প এবং আমার চরিত্র নিয়ে আমি ভীষণ খুশি। এখন নাটকে কম কাজ করছি। তবে ভালো গল্প পেলে তা মন দিয়ে করার চেষ্টা করছি।'