অধরার অভিনয় জীবনের শুরুটা মঞ্চ থেকে। টানা ১০ বছর বিভিন্ন মঞ্চে কাজ করে এখন তিনি কাজ শুরু করেছেন টিভি মাধ্যমে। সম্প্রতি তিনি 'ময়না টিয়া' শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন তিনি। টেলিভিশন নাটকের পাশাপাশি বেশ ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্র অভিনয় এবং উপস্থাপনা নিয়ে। এরই মধ্যে তিনি শেষ করলেন এস. এ. হক অলিক পরিচালিত 'এক পৃথিবী প্রেম' চলচ্চিত্রে শুটিং এর কাজ। বিটিভিতে 'গুঞ্জন' শিরোনামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেন তিনি। এ ছাড়া এনটিভিতে 'শুভ সন্ধ্যা' নামের আরও একটি অনুষ্ঠানে উপস্থাপনার কথা চলছে।