জায়েদ খান একা নন, পরীমনিকে ভালোবাসে আরও দুজন। তারা হলেন আনিসুর রহমান মিলন ও ডিজে সোহেল। এই সীমাহীন ভালোবাসার ঘূর্ণিপাকে কার ঘরে যাবে পরী। ডিজের ভালোবাসা একতরফা। জায়েদকে পরীর পরিবার পছন্দ করে না। পুলিশ অফিসার মিলনের বাবা আশরাফ জোয়ারদার আগেই পরীর বাবার সঙ্গে ওয়াদা করে পরীকে তার ছেলের বউ বানাবে। তাহলে এখন কী হবে। তা জানতে ২৭ ফেব্রুয়ারি দর্শকদের সিনেমা হলে যেতে হবে শাহ আলম মণ্ডল পরিচালিত ও জায়েদ খান, পরীমনি, আনিসুর রহমান মিলন অভিনীত 'ভালোবাসা সীমাহীন' ছবিটি দেখতে। জায়েদ খান বলেন, অসাধারণ এবং অন্যরকম গল্পে নির্মাণ হয়েছে ছবিটি। এতে প্রতিটি চরিত্র ব্যতিক্রমভাবে উপস্থাপন করা হয়েছে। তা ছাড়া প্রথমবারের মতো আমি অন্যরকম একটি অসাধারণ চরিত্রে অভিনয় করেছি। মানে দর্শক এতে আমাকে নতুনরূপে দেখতে পাবে। সবমিলিয়ে বিনোদনধর্মী এই ছবিটি দর্শকের প্রত্যাশা শতভাগ পূর্ণ করবে।
পরীমনি বলেন, এটি আমার প্রথম অভিনীত ছবি। আর এটিই সর্বপ্রথম বড় পর্দায় উঠতে যাচ্ছে। তাই আমি খুবই এঙ্াইটেড। ছবির গল্প ও চরিত্রে টুইস্ট আছে। আশা করি 'ভালোবাসা সীমাহীন' ছবিটি দর্শকের ভালো লাগবে। বলতে পারেন, এর মাধ্যমেই পরী তার ডানা মেলতে যাচ্ছেন।