সেলুলয়েডে নয়, এবার ক্ষণিকের জন্য বিজ্ঞাপনে একসঙ্গে দেখা দেবেন বলিউডের নতুন লাভ বার্ডস্ আলিয়া-সিদ্ধার্থ। তাদের বাস্তব জীবনের দুষ্টু মিষ্টি প্রেমের প্রতিচ্ছবি ফুটে উঠবে কোকাকোলার প্রচারে। গত বিজ্ঞাপনে সিদ্ধার্থ ও আলিয়ার সঙ্গে ছিলেন আরেক সহশিল্পী বরুণ ধাওয়ান। এবার কোমল পানীয়র সঙ্গে প্রেমের আরেক মিশে থাকায় বরুণকে বাদ দিয়েই এক বোতল থেকে কোকাকোলা খেলেন তারা। আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমকাহিনী গুজব, গুঞ্জন শেষে এবার সত্যের কাছাকাছি চলে এলো। শোনা যায়, এ জুটি চুটিয়ে প্রেম করছেন। নিজেদের প্রেমের কথা রাখঢাকের ইচ্ছা নেই তাদের।