ফিল্মপাড়ার কোনো তর্ক-বিতর্কে নয়, এবার ইউটিউবে ঝড় তুললেন অভিনেত্রী ববি। গত ২১ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ হয় তার 'অ্যাকশন জেসমিন' ছবির একটি আইটেম গান। গানের ভিডিওতে দেখা যাচ্ছে ববি তার সঙ্গীদের নিয়ে নেচে যাচ্ছেন আর এটি উপভোগ করছেন মিশা সওদাগর। গানটি বেশ আলোড়ন তুলেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেও বাড়ছে মন্তব্য ও শেয়ারের সংখ্যা।
পান-জর্দা-চমন শিরোনামে এই গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। এতে কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি। আর সঙ্গীতে শওকত আলী ইমন। বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ একসঙ্গে চালিয়ে যাচ্ছেন ববি। বেশি ব্যস্ত রয়েছেন নিজের ব্যানার থেকে তৈরি হতে যাওয়া 'রক্ষা' ছবিটি নিয়ে। আজ মঙ্গলবার রয়েছেন রাজধানীর আফতাবনগরে। সেখানে চলছে 'অ্যাকশন জেসমিন' ছবির কয়েকটি দৃশ্য ধারণের কাজ।
বাংলাদেশ প্রতিদিনকে ববি বলেন, এ ছবিটির কাজ শেষ পর্যায়ে। সবকিছু ঠিকমতো এগুলে আগামী মাসের শেষ সপ্তাহে বড় পর্দায় উঠতে পারে ছবিটি। বাকিটা নির্ভর করছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর।
ইফতেখার চৌধুরীর পরিচালনায় 'অ্যাকশন জেসমিন' ছবিতে ববির বিপরীতে রয়েছেন সায়মন। আরও দেখা যাবে মিজু আহমেদ, মিশা সওদাগর প্রমুখকে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন:
https://www.youtube.com/watch?v=1ja1-KEhGC8
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা