সিটি-আনন্দ আলো পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন
'কালের কণ্ঠ' সম্পাদক ও জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন পেলেন 'সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৫'। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'সাড়ে তিন হাত ভূমি'র জন্য তিনি এ পুরস্কার পান। গতকাল বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কারের ঘোষণা দেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।
'সাড়ে দিন হাত ভূমি' মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত অনন্য এক উপন্যাস।
সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার অন্য যারা পেয়েছেন- প্রবন্ধে 'রাষ্ট্র ধর্ম ও সংস্কৃতি'র জন্য শামসুজ্জামান খান, শিশু সাহিত্যে (যৌথভাবে) 'হিমালয়ে রিবিট'র জন্য মোশতাক আহমেদ ও 'হাওয়া আর রোদের ছড়া'র জন্য আলম তালুকদার এবং কবিতায় 'বায়োডাটা'র জন্য রেজাউদ্দিন স্টালিন। এ ছাড়া জীবনের প্রথম বই ক্যাটাগরিতে মাহবুব আজিজের 'ঠিক সন্ধ্যার আগে', কুসুম শিকদারের 'নীল ক্যাফের কবি' এবং গালিব রহমানের 'যে সুতোয় বোনা যায় সমতল আবাস' পুরস্কার পেয়েছেন।
আজ থিয়েটারের 'বারামখানা'
আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়ন হবে থিয়েটার প্রযোজিত নাটক 'বারামখানা'। সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন পান্থ শাহরিয়ার। নির্দেশনায় রয়েছেন ত্রপা মজুমদার।
বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, রাশেদ শাওন, তানজুম আরা পল্লী, পরেশ আচার্য প্রমুখ।
ছায়ানটে আজ বসন্ত নৃত্যগীত
ছায়ানটে আজ শুরু হচ্ছে বসন্তের নৃত্যগীত অনুষ্ঠান। আজ সন্ধ্যা ৭টায় এই আয়োজনে পরিবেশিত হবে লোকসুর এবং পঞ্চকবির গান। এ ছাড়া কাল শনিবার সন্ধ্যা ৭টায় শিল্পাচার্য জয়নুল শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিতব্য আয়োজনে পরিবেশিত হবে লোকসংগীত, রবীন্দ্রসংগীত ও নজরুল সংগীত। অন্যদিকে ৩ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় ছায়ানটে অনুষ্ঠিত হবে অডিও সিডি ও গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান।
অাঁলিয়স ফ্রঁসেজে আজ লায়লা আঞ্জুমান আরার প্রদর্শনী
অাঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে আজ শুরু হচ্ছে শিল্পী লায়লা আঞ্জুমান আরার 'প্রকৃতির আনন্দ' শীর্ষক একক চিত্র প্রদর্শনী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা অনুষদের অধ্যাপক আবদুস সাত্তার। এতে বিশেষ অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী এবং অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির। প্রদর্শনীর উদ্বোধনীতে সভাপতিত্ব করবেন অাঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ব্রুনোপ্লাস। অ্যাক্রেলিক মাধ্যমে অাঁকা এই প্রদর্শনীতেশিল্পীর প্রায় ৪০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। আগামী ৯ মার্চ শেষ হবে এ প্রদর্শনী।
চলছে 'আমার ভাষার চলচ্চিত্র উৎসব'
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) আয়োজনে শুরু হয়েছে 'আমার ভাষার চলচ্চিত্র উৎসব'। উৎসবের ১৪তম আসর এটা।
প্রতিদিনের প্রথম প্রদর্শনীতে স্মরণ করা হচ্ছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদকে। এবারের উৎসবে ছবির তালিকায় রয়েছে তারেক মাসুদের 'মাটির ময়না', 'নরসুন্দর', 'মুক্তির কথা', 'মুক্তির গান', 'অন্তর্যাত্রা', 'রানওয়ে', 'আদমসুরত' ইত্যাদি চলচ্চিত্রগুলো। ২৩-২৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে অন্তত চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চাকমা ভাষার চলচ্চিত্র 'আমার সাইকেল' ও 'কর্ণফুলীর কান্না'। এ ছাড়া সত্যজিৎ রায়ের 'পরশপাথর', জহির রায়হানের 'টাকা আনা পাই', ঋত্বিক ঘটকের 'অযান্ত্রিক', মৃণাল সেনের 'পদাতিক', তোজাম্মেল হক বকুলের 'বেদের মেয়ে জোসনা', ইফতেখার চৌধুরীর 'অগি্ন', কৌশিক গাঙ্গুলীর 'অপুর পাঁচালী' ইত্যাদি চলচ্চিত্রগুলো রয়েছে প্রদর্শনের তালিকায়। ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাতে উৎসবটি আয়োজন করা হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে। তিন বছর ধরে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হয় এ উৎসব।
উৎসব শেষ হবে আগামীকাল ঘাসফুলের আয়োজন
গণমাধ্যম সংস্থা ঘাসফুল কর্তৃক ২৩ ফেব্রুয়ারি বিকালে ডেইলি স্টার সেন্টারে এ এস মাহমুদ সেমিনার হলে আয়োজিত 'চৈতন্যে ভাষা আন্দোলন : নাটক কবর ও মুনীর চৌধুরী' শীর্ষক আলোচনা ও পাঠ অভিনয় অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, নাট্য ব্যক্তিত্ব ও শহীদ মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরীর সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তার পুত্র মিশুক চৌধুরীর স্ত্রী মঞ্জুলি কাজী গ্রহণ করেছেন। এ সময় কবি আসাদ চৌধুরী, অভিনেতা নাট্যকার মামুনুর রশীদ, অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, কথাসাহিত্যিক আতা সরকার, ঘাসফুল ও পরিচালক রাবিয়া সুলতানা পান্না উপস্থিত ছিলেন।