তারিনের বিপরীতে অভিনয় করার ইচ্ছা অনেক তরুণ অভিনেতারই। নাঈমেরও একই ইচ্ছা। তার ইচ্ছাটি পূরণ হয়েছে। তারিনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। 'নষ্ট কষ্ট' শিরোনামের একটি টেলিফিল্মে জুটি হিসেবে দেখা যাবে তাদের। এটি রচনা করেছেন মুন্না রহমান এবং নির্দেশনা দিয়েছেন আবু রায়হান জুয়েল। নারীর অধিকার বিষয় নিয়ে টেলিফিল্মের গল্প গড়ে উঠেছে।
তারিন বলেন, 'আগে নাঈমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছি। যথেষ্ট বিনয়ী-ভদ্র ছেলে নাঈম। কাজের ব্যাপারে পরামর্শ দিলে তা মেনে নিয়ে ভালোভাবে কাজ করার চেষ্টা করে।' তারিনের সঙ্গে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, 'আমি তারিন আপুর একজন ভক্ত। তার কত যে নাটক দেখেছি আমি এর কোনো হিসাব নেই। খুবই ভালো এবং উদার মনের একজন শিল্পী। তিনি এতটা সহযোগিতাপরায়ণ যে, আমি কল্পনাও করতে পারিনি। দুটি কাজ তার সঙ্গে করেছি'।