জেমস বন্ড সিরিজের ২৪তম মুভি 'স্পেক্টর'র শু্টিংয়ের সময় অাহত হয়েছেন ডেনিয়েল ক্রেইগ। মঙ্গলবার ইতালির রাজধানী রোমের একটি সড়কে গাড়ি নিয়ে রাত্রীকালীন শুটিংয়ের সময় ক্রেইগের গাড়িটির পিছনের অংশ [বাম্প] সড়কের সঙ্গে ধাক্কা খায়। এতে করে ৪৬ বছর বয়সী এই অভিনেতার মাথা গাড়ির অভ্যন্তরীণ অংশের সঙ্গে লাগলে তিনি আঘাত পান। সঙ্গে সঙ্গে একজন চিকিৎসক ডাকা হয়। তবে আঘাত তেমন গুরুতর নয় বলে চিকিৎসক জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
লা রিপাবলিকা নামে স্থানীয় দৈনিকের খবরে বলা হয়, শুটিংয়ে ব্যবহৃত ক্রেইগের অ্যাস্টন মার্টিন ডিবি ১০ গাড়িটির পিছনের অংশ সড়কের সঙ্গে লেগে যাওয়ার ঘটনায় আহত হন তিনি। অবস্থা গুরুতর না হওয়ায় সময়সূচি অনুয়ায়ীই ঘটনার পরদিনই লন্ডনের উদেশ্যে উডাল দেন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালের ৬ নভেম্বর 'স্পেক্টর' মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ