'মেহেরজান' ছবি-খ্যাত নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত 'আন্ডার কনস্ট্রাকশন' ছবিটি মুক্তি পাবে মে মাসে। এটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। নির্মাতা জানান, অক্টোবর ও নভেম্বরে বিশ্বের বড় দুটি চলচ্চিত্র উৎসবে ছবিটি যাবে।
রুবাইয়াত হোসেন বলেন, এ দেশের নারীরা নিজেদের প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার ও নির্মাণ করছে। মেয়েদের মধ্যে জীবনযাত্রাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এটা চলমান পক্রিয়া। গল্পটা রাজধানীকেন্দ্রিক। শহরটাকে বরাবরই নির্মাণাধীন মনে হয়। তাই ছবির নাম আন্ডার কনস্ট্রাকশন। মূলত সমাজে নারীদের অবস্থানকে সুসংহত করতেই চলচ্চিত্রের ভাবনা সুগঠিত হয়েছে। ছবিতে রক্তকরবীর দুটি গান রয়েছে; 'তোমায় গান শোনাবো' ও 'পৌষ তোদের ডাক দিয়েছে'। সংগীত পরিচালনা এবং আবহ সংগীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং কণ্ঠ দিয়েছেন শাহানা বাজপেয়ী।
ছবিটিতে অভিনয় করেছেন- শাহানা গোস্বামী, শাহাদাত হোসেন, রিকিতা নন্দিনী শিমু, রাহুল বোস, মিতা রাহমান, তৌফিকুল ইসলাম ইমন, নওশাবা প্রমুখ।