মার্কিন অভিনেতা, পরিচালক লেনার্ড নিময় মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে নিজ বাড়িতে ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
লেনার্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে অ্যাডাম। তিনি জানান, লেনার্ড নিময় দীর্ঘদিন ধরে ফুসফুসের নানা জটিলতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
কর্মজীবনে লেনার্ড নিময় একজন সফল অভিনেতা ও পরিচালক ছিলেন।
লিওনার্ড নিময়ের জন্ম ১৯৩১ সালে, বস্টনে। তিনি একজন ইউক্রেনীয় বংশোদ্ভূত। স্টার ট্রেক সিরিজে মিস্টার স্পক চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিখ্যাত হয়ে ওঠেন। এছাড়া তিনি অন্যান্য চলচ্চিত্রে অভিনয় এবং বেশ কিছু চলচ্চিত্র-টিভি সিরিজ পরিচালনা করেছেন। লেনার্ড নিময় চিত্রনাট্যও লিখতেন।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৫/এস আহমেদ