অভিনেত্রী এমা ওয়াটসনের প্রেমে পড়েছেন ইংল্যান্ডের ছোট যুবরাজ প্রিন্স হ্যারি! কেউ বলছেন, এমাই যুবরাজকে প্রেমের জালে বন্দি করেছেন। তবে যেই বন্দি করুক তাদের প্রেম রসায়নই এখন হলি দুনিয়ায় জল্পনা-কল্পনার কেন্দ্রে রয়েছে।
জানা গেছে, পুরনো প্রেমিকের সঙ্গে 'ছাড়পত্র' বিনিময়ের পর এমা এবার হ্যারির সঙ্গে গাটছড়া বেঁধেছেন। এ দু'জন এখন চুটিয়ে প্রেম করছেন। তাই সবার মধ্যে এখন একটাই প্রশ্ন- অভিনেত্রী এমাই কি হচ্ছেন রাজপরিবারের পুত্রবধূ?
বেশ কিছুদিন ধরে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে এই যুগলকে। কখনও লেট নাইট পার্টি, তো কখনও পাঁচতারা হোটেলে লাঞ্চ বা ডিনার। সকাল থেকে রাত, সবর্দা নাকি একসঙ্গে সময় কাটাছেন এই জুটি। তবে লুকিয়ে চুরিয়ে নয়, সবটাই প্রকাশ্যে।
তাদের এ একসঙ্গে ঘুরে বেড়ানো আমজনতার মধ্যে জল্পনার ডালপালা মেলছে। সেই জল্পনা আরও উস্কে দিয়েছে এমার সঙ্গে ম্যাট জেনির দীর্ঘদিনের সম্পর্কের ইতি। পুরনো প্রেমিকের সঙ্গে এই বিচ্ছেদটাই আরও পোক্ত করেছে গুঞ্জকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়।
এক দল চাইছেন, এমার সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক গুজব নয়, যেন এই প্রণয়ের সম্পর্ক বাস্তবে রূপ পায়। এমা রাজ পরিবারে পুত্রবধূ হিসেবে জায়গা করে নিক।
অন্যদিকে নিন্দুকেরা বলছেন, আভিজাত্যের জন্যই নাকি এমা আঁকড়ে ধরতে চাইছেন যুবরাজকে।
তবে এসব গুঞ্জন এমা-হ্যারি যুগলকে অবশ্য মোটেই ভাবাচ্ছে না। তারা তাদের প্রণয়ে মশগুল রয়েছেন বলে এমার কাছের অনেকের দাবি। এ নিয়ে তারা আপাতত মুখও খুলতে নারাজ।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৫/এস আহমেদ