বয়স কোনো ব্যাপর নয় তার কাছে, কারণ বয়স বাড়াটাই আকর্ষণীয় মনে করেন কারিনা কাপুর। বয়সের সঙ্গে বেড়ে চলা সৌন্দর্যকে বিশ্বাস করেন ৩৪ বছর বয়সী অভিনেত্রী। সম্প্রতি একটি আইসক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কারিনা। প্রেস কনফারেন্সে তিনি বলেন, 'আমি ১৮ কিংবা ২২ বছর পেরিয়ে এসেছি। তবে কেন তাদের মতো হতে চাইব। আমার এখন যে বয়স, সে বয়সের সৌন্দর্য ও প্রজ্ঞা মেনে চলা উচিত আমার। আমি তাই করছি।' অনেক তারকা নিজের সঠিক বয়স লুকাতে চান, বিষয়টি হাস্যকর বলে মনে করেন কাপুরকন্যা। শুধু তাই নয়, পূর্ণ বয়স্ক নারীর মুখের বলিরেখা ও ত্বকের প্রাকৃতিক রং অনেক বেশি আবেদনময়ী বলে মনে করেন তিনি। বর্তমানে প্রাক্তন প্রেমিক শহীদ কাপুরের সঙ্গে 'উড়তা পাঞ্জাব' ছবির শুটিং করছেন নবাব খান্দানের পুত্রবধূ মিসেস সাঈফ আলী খান। অমৃতসরে চলছে শুটিং। কারিনা বলেন, 'এ ছবিতে নতুন করে আমাকে দেখবে দর্শক। সবাই অবাক হবে আমার পোশাক ও মেকআপ দেখে। বয়স নয়, নিজেকে উপস্থাপন করাই বড় ব্যাপার।'
সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েছে 'উড়তা পাঞ্জাব'। প্রথমে ছবির নায়ক শহীদ কাপুরের ডেট পাওয়া যচ্ছিল না। তারপর নাকি কারিনা পরিচালককে জানালেন তিনি শহীদের সঙ্গে একই ফ্রেম শেয়ার করবেন না। পরে চিত্রনাট্য পড়ে তার এত ভালো লেগেছে যে, রাজি হয়েছেন কারিনা কাপুর। এখন আবার শোনা যাচ্ছে অভিষেক চৌবের এই ছবি প্রযোজকের অভাবে বন্ধ হওয়ার উপক্রম।
অনুরাগ কাশ্যপের 'ফ্যান্টম ফিল্মস' প্রযোজনা করছিল ছবিটি। হঠাৎ করেই না বললেন তারা। কলাকুশলীদের জানিয়ে দেওয়া হয়েছে, নতুন কোনো প্রোডাকশন হাউস এই ছবির সঙ্গে যুক্ত হলে তখন পারিশ্রমিক পাবেন সবাই। বর্তমানে একদিকে চলছে শুটিং, অন্যদিকে খোঁজা হচ্ছে অন্য প্রযোজক।