আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর 'ইত্যাদি'র বাংলাদেশ সামরিক জাদুঘরে ধারণ করা পর্বটি আবার প্রচার হবে। ২০১২ সালের ১৮ মার্চ মহান স্বাধীনতার মাসে বাংলাদেশ সামরিক জাদুঘরে ধারণ করা হয়েছিল 'ইত্যাদি'র এ প্রশংসিত পর্বটি।
বিষয় বৈচিত্র্যে ভরপুর 'ইত্যাদি'র এই পর্বে ছিল দুটি মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ৮০ বছর বয়স্ক প্রতিবন্ধী বৃদ্ধ রফিকুল ইসলামের অন্যরকম জীবন সংগ্রামের উপর ছিল একটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। মধুপুর উপজেলার ১৭ জন শ্রমজীবী মানুষের ক্ষুদ্র প্রচেষ্টায় গড়ে ওঠা বিদ্যালয়ের উপর ছিল একটি শিক্ষামূলক প্রতিবেদন।
অনুষ্ঠানে স্বাধীনতার বীর সৈনিকদের নিয়ে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় সমবেত যন্ত্র সংগীত।
ছিল যথারীতি মামা-ভাগ্নে ও নানী-নাতি পর্ব। সব মিলিয়ে জমজমাট ছিল পর্বটি। পর্বটি রচনা, পরিচালনা এবং উপস্থাপনায় ছিলেন যথারীতি হানিফ সংকেত।