গত শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। মুক্তির আগেই মিডিয়াজুড়ে আলোচনায় ছিল এ ছবিটি। কারণ এর মাধ্যমেই রূপালী জগতে আবির্ভাব ঘটেছে নায়িকা পরীমণির। গত দুই দিনে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের খবর নিয়ে জানা গেছে ছবিটি যে প্রত্যাশা করেছিল তা পূরণ হয়েছে। অর্থাত্ ছবিটি এখন ব্যবসা সফল হওয়ার পথে। 'যে পাখী উড়তে জানে তার ডানা ঝাপটানো দেখলেই বোঝা যায়' -ঠিক তেমনি ভালোবাসা সীমাহীনের প্রথম দুই দিনের চিত্র দেখে বোঝা যাচ্ছে ছবিটি সফল হবে।
পরীমণি, জায়েদ খান ও আনিসুর রহমান মিলনের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। এমনকি বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক সারিতে গিয়ে ছবি দেখছেন অভিনেতা জায়েদ খান ও আনিসুর রহমান মিলন। অন্যদিকে শাকিবের বিপরীতে বান্দরবানে একটি শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় এখনও প্রেক্ষাগৃহে যেতে পারেননি পরীমণি। তবে আজ রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহে পরীমণি দর্শকদের সঙ্গে ছবিটি দেখবেন বলে জানা গেছে।
শুধু দর্শক নয় চলচ্চিত্র বোদ্ধারাও কেউ কেউ এ ছবি নিয়ে মুখ খুলেছেন। তাদের মতে, ওভারঅল ছবিটি ভালো হয়েছে। তাছাড়া প্রথম ছবি হওয়াতে পরীমণির দিকে নজর ছিল বেশী। সে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন তিনি। এমনটাই জানালেন প্রেক্ষাগৃহ ফেরত অনেক দর্শক ও চলচ্চিত্রবোদ্ধা। সবচেয়ে বড় কথা রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও দর্শকরা যে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এর কলাকুশলীরা।