'স্টুডেন্ট অব দ্য ইয়ার' তারকা আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন থেকেই। প্রায়ই এ জুটিকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সখ্যের গুঞ্জন আরও বেশি ডালপালা মেলেছে। বরাবরই পেশাগত কিংবা ব্যক্তিগত বিভিন্ন প্রশ্নের জবাবে শান্ত আলিয়ার পরিচয় মিলেছে। কিন্তু সম্প্রতি ভিন্ন এক আলিয়ার দেখা পাওয়া গেল। রেডিও মিরচি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্ন শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি। রাগে অগি্নমূর্তি ধারণ করে প্রশ্নকারীকে কড়া কথাও শুনিয়ে দেন। শুরুতে সব উত্তর তিনি হাসি মুখেই দিচ্ছিলেন। হঠাৎ প্রেমের প্রশ্নে রাগে ফুঁসতে থাকেন তিনি। উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, 'আগামীকাল রাতে আপনি বাড়িতে কার সঙ্গে সময় কাটাবেন এবং কী করবেন? আমাকে কি তা বলবেন আপনি?'