কাশেম শিকদারের রচনা ও পরিচালনায় 'অদৃশ্য ফাঁদ' শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন কথা বন্ধু, মডেল ও অভিনেতা নিরব। তার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন মিম ও আফরিনা। এ নাটকে নিরব একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। নিরব বলেন, 'এরই মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করেছি। তবে বহুদিন পর একক নাটকে অভিনয় করেছি। স্ক্রিপ্টটি ভালো লেগেছে, তাই কাজটি করেছি। নতুন হিসেবে আমি এখনো অভিনয় করার চেষ্টা করি। আফরিনা এবং মিম দুজনই ভালো অভিনয় করেছেন।'
পরিচালক জানান, খুব শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
এদিকে নিরব অভিনীত ধারাবাহিক নাটক 'দ্যা গেইম', 'পুরান ঢাকা সোসাইটি অব উত্তরা' ও 'লাল নীল স্বপ্ন' খুব শিগগিরই তিনটি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। চলতি মাসেই শুরু হচ্ছে নিরব অভিনীত প্রথম চলচ্চিত্র 'চটপটি'র শুটিং। এটি নির্দেশনা দেবেন তারেক মাহমুদ।