চলচ্চিত্র পরিচালক হিসেবে আসছেন অভিনেতা বাপ্পারাজ। কথা দিচ্ছেন- একেবারেই নতুন কিছু নিয়ে আসছেন তিনি। সবাইকে চমকে দেবেন।
'কার্তুজ' মুক্তি পেতে যাচ্ছে ৬ মার্চ। প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন সম্রাট, নিপুণ, সোহান খান ও ফারজানা রিক্তা। 'রাজলক্ষ্মী টেলিফিল্মস' প্রযোজনা করেছে ছবিটি।