গুঞ্জন নয়- এবার সবকিছু একদম চূড়ান্ত। জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি নিয়ে আসছেন তার নতুন ছায়াছবি 'আইসক্রিম'। ছবিতে দেখা যাবে একঝাঁক নতুন মুখ। এর আগে নানা অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন শোনা গেলেও রনি ভরসা রাখছেন শেষ পর্যন্ত নতুনদের ওপরেই। রেদওয়ান রনি বলছিলেন, 'চোরাবালি ছবিটি ছিল তারকা ভরপুর। এবারে একদম নতুনদের নিয়ে নতুন কিছু করে দেখাতে চাই।'
আইসক্রিম ছবিতে অভিনয় করছেন তিন নবাগত তুশি, রাজ ও উদয়। রনির মন্তব্য- 'ওরা একদম ফ্রেশ। আগে কোথাও অভিনয় করেনি। তিন মাস ধরে আমরা ওদের গ্রুমিং করাচ্ছি। তিনজনই দারুণ সম্ভাবনাময়। ইন্ডাস্ট্রির তুরুপের তাস হয়ে ওঠার ক্ষমতা আছে ওদের।'
পরিচালক জানিয়েছেন, ৫ মার্চ শুটিংয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাচ্ছে 'আইসক্রিম'-এর পুরো দল। সেখানে টানা পাঁচ দিন চলবে শুটিং।
বর্তমান সময়ের তরুণদের রোমান্টিক ঘরানার গল্প নিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। পিং-পং এন্টারটেনমেন্ট প্রযোজিত এ ছবির শুটিং শেষ হওয়ার কথা এপ্রিলের মাঝামাঝি। ছবির প্রযোজক শুক্লা বণিক বলেন, 'ছবির গল্প শুনে আবেগে আমার চোখ ভিজে গেছে। গল্পটি অসম্ভব ভালো লেগেছে। রনিও মেধাবী নির্মাতা। তাই ছবিটি প্রযোজনায় কোনো দ্বিধা নেই আমার। নির্মাণে সবধরনের উদ্যোগ এবং ঝুঁকি নিতে বলেছি আমি। আশা করছি দর্শক অসাধারণ উপভোগ্য একটি ছবি উপহার পাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ভালো ছবি নির্মাণের জন্য।'