আজ থেকে দুই বাংলার নাট্যমেলা
নাটকের দল প্রাঙ্গণে মোর-এর আয়োজনে আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। 'দুই বাংলার নাট্যমেলা ২০১৫, রবীন্দ্র নাট্য ও অন্যান্য' শীর্ষক এই উৎসবে অংশগ্রহণ করবে বাংলাদেশের সময় নাট্যদল, সুবচন নাট্য সংসদ, নাট্যতীর্থ, মহাকাল নাট্য সম্প্রদায়, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, থিয়েটার আর্ট ইউনিট ও আয়োজক সংগঠন প্রাঙ্গণে মোর। এ ছাড়া ভারতের নাট্যদলগুলোর মধ্যে অংশগ্রহণ করছে পূর্ব-পশ্চিম নাট্যদল, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র ও নয়ে নাটুয়া নাট্যদল। সপ্তাহব্যাপী এই উৎসবে মোট ১২টি নাটক মঞ্চায়ন হবে।
১২ মার্চ শেষ হবে সাত দিনব্যাপী এই নাট্যোৎসব। এবারের উৎসবটি নিবেদন করা হচ্ছে প্রয়াত নাট্যজন খালেদ খানকে। এ ছাড়া উৎসবে খালেদ খান পদকও ঘোষণা করা হবে।
পথনাটক 'টাকার চক্কর'
সপ্তাহব্যাপী জাতীয় পথনাট্যোৎসবের সমাপনী দিনে কাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশিত হবে বাংলাদেশ থিয়েটারের নাটক 'টাকার চক্কর'। খন্দকার শাহ আলম রচিত ও নির্দেশিত এই নাটকটির অভিনয় শিল্পীরা হলেন- খন্দকার শাহ আলম, নবীয়া ইসলাম রিতা, ফিরোজ খান, পাপী মনা প্রমুখ।
কাল শিল্পকলায় মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রমিথিউস
কাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক 'প্রমিথিউস'। আনন জামানের রচনায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ৭ মার্চ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা 'স্কাইলাস'র 'প্রমিথিউস বাউন্ড' আশ্রয়ে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আনন জামান ও নির্দেশনায় রয়েছেন মোস্তাফিজুর ইমরান।
শেষ হচ্ছে জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোশিমার একক চিত্র প্রদর্শনী
কাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শেষ হচ্ছে জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোশিমার ছয় দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী।
প্রদর্শনীতে রাষ্ট্রদূতের ২৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ২০১৩-১৫ সালের মধ্যেই তিনি এ চিত্রগুলো এঁকেছেন।
গত ২ মার্চ বিকালে চারুকলার জয়নুল গ্যালারিতে 'দ্য রিমেমব্রেন্স অব এ কান্ট্রি : ফুল অব কালারস, ফুল অব শেডস' শীর্ষক ছয় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
'আন্তর্জাতিক নারী দিবস'-এ স্বপ্নদল
'আন্তর্জাতিক নারী দিবস-২০১৫' উদযাপন উপলক্ষে নাট্যজন 'মঞ্চকুসুম' শিমূল ইউসুফকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করছে নাট্য সংগঠন স্বপ্নদল। আগামী ৮ মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শিমূল ইউসুফের হাতে সম্মাননা-স্মারক তুলে দেবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। এ ছাড়া অন্যান্য আয়োজন রয়েছে।