পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেনজির ভুট্টোর বায়োপিক হতে চলেছে। আর মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বিদ্যা বালানকে। কিন্তু সূত্রের খবর যদি সত্যি হয় তাহলে বিদ্যা নয় বেনজিরের নাম ভূমিকায় দেখা যাবে রাভিনা ট্যান্ডনকে।
সূত্রের খবর, কিছুদিন আগে ছবির চিত্রনাট্যকারের সঙ্গে দেখা করেছিলেন রাভিনা। তাকে পুরো চিত্রনাট্য বুঝিয়েছেন চিত্রনাট্যকার। চিত্রনাট্যটি পড়ে তার ভাল লেগেছে বলেও জানিয়েছেন রাভিনা। এমনকি কাজের জন্য সম্মতিও নাকি জানিয়েছেন তিনি।
বেনজির ভুট্টোর চরিত্রটি যে একটি শক্তিশালী চরিত্র সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ২০০৭ সালে তাকে হত্যা করা হয়েছিল। রাভিনা নিজে এই চরিত্রটিতে অভিনয় করতে চাইছেন বলে সূত্রে জানা গেছে। শুধু অভিনয় নয়, এই ছবিটির প্রযোজনার দায়িত্বও নিতে চাইছেন তিনি।
যদিও সূত্রের খবর, চিত্রনাট্যে কিছু কিছু জিনিস বদলাতে চেয়েছেন অভিনেত্রী। চিত্রনাট্যের কাজ শেষ হয়ে গেলে পরিচালক খোঁজার কাজ তিনি নাকি নিজেই শুরু করতে চান। তারপরেই ছবিতে অন্যান্য চরিত্রের জন্য অভিনেতাদের খোঁজার কাজও শুরু করবেন। যদিও পুরো ঘটনায় রাভিনার তরফে কিছুই জানানো হয়নি। তবে সেক্ষেত্রে বিদ্যা বালানের অবস্থান কী হতে চলেছে তা নিয়েও কোনও কিছু স্পষ্ট নয়।
বিডি-প্রতিদিন/০৯ মার্চ ২০১৫/ এস আহমেদ