ঢাকার ছবিতে নতুন চমক আসছে। অনন্য মামুনের নতুন ছবি 'সোলজার' এ জুটি বেঁধে অভিনয় করবেন ঢালিউডের কার্লোস সালেহ ও টালিগঞ্জের শুভশ্রী। আর এই ছবির গানে কণ্ঠ দেবেন বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং। অনন্য মামুন বরাবরই তার ছবিতে চমক রাখেন। সেই ধারাবাহিকতায় এবার উপহার দিচ্ছেন নতুন নায়ক কার্লোস সালেহ আর বলিউডের মিকা সিংকে। শুভশ্রীকে নিয়ে আগেও ছবি নির্মাণ করেন তিনি। মামুন জানান আরও চমক থাকছে এতে।
ছবিটি প্রযোজনা করবেন নায়ক কার্লোস সালেহ। বিগ বাজেট ও আন্তর্জাতিক মানের এই ছবি নির্মাণ প্রসঙ্গে কার্লোস বলেন, দেশীয় ছবির হারানো গৌরব পুনরুদ্ধারে আমার এই মিশন। ছবি নিয়ে শুধু ব্যবসা নয়, দেশে-বিদেশে এদেশের ছবিকে আবার স্বমহিমায় প্রতিষ্ঠার ভিশন নিয়ে নির্মাণে আসছি। আগে দেশের শিল্পকে পূর্ণতা দিয়ে তারপর বিদেশের বাজারে প্রবেশ করব। কারণ চলচ্চিত্র শুধু ব্যবসায়িক পণ্য নয়, শিল্পও বটে। তাই আগে আমি আমাদের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে আবার শিল্পের মর্যাদায় অধিষ্ঠিত করতে চাই। হলিউড- বলিউডের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে উন্নতমানের চলচ্চিত্র নির্মাণ করতে চাই। এক্ষেত্রে অনন্য মামুনের মতো সফল ও দূরদর্শী একজন নির্মাতাকে নির্বাচন করেছি। আবারও সবার স্বপ্ন পূরণ করবেন তিনি। ড্রিমবক্স লিমিটেড পরিবেশিত রোমান্টিক অ্যাকশন গল্পের 'সোলজার' ছবির শুটিং শুরু হবে আগামী মাসে। এর পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা মামুন। দেশ-বিদেশের মনোরম লোকেশনে এর চিত্রায়ণ হবে।