তিশার বর্তমান ব্যস্ততা অনেকটা চলচ্চিত্র নিয়ে। যে কারণে টিভি নাটকে কিংবা টেলিফিল্মে তাকে অভিনয় করতে দেখা যায় না। তবে শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে 'মেন্টাল' চলচ্চিত্রের সত্তর ভাগ কাজ শেষ করেছেন তিশা। তাই এখন একটু বিরতিতে আছেন তিনি। বিরতির ফাঁকেই আসছে পহেলা বৈশাখ উপলক্ষে তিশা অভিনয় করেছেন একটি টেলিফিল্মে। নাম 'এই বৈশাখে'। এটি রচনা করেছেন নাজনীন হাসান চুমকি এবং নির্দেশনা দিয়েছেন শান্তা রহমান। এর আগে একই পরিচালকের নির্দেশনায় তিশা 'হয়তো বা', 'স্বচ্ছ অন্ধকার' 'ক্ষুধা এবং একটি যুদ্ধের গল্প', 'এবং বিয়ে'সহ আরও বেশকিছু নাটক টেলিফিল্মে অভিনয় করেছিলেন। যে কারণে শান্তা রহমানের সঙ্গে তিশার কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। একেবারেই ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে টেলফিল্মটি নির্মিত হয়েছে। এ নাটকে তিশার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন সাঈদ বাবু ও নিলয়। টেলিফিল্মটিতে তিশা অভিনয় করেছেন রিনি চরিত্রে, সাঈদ বাবু ইহান এবং নিলয় অভিনয় করেছেন অমিয় চরিত্রে। তিশা বলেন, 'শান্তা আপুর সঙ্গে এর আগেও বহু নাটক/টেলিফিল্মে অভিনয় করেছি। তিনি কী চান তা আমি যেমন খুব সহজেই বুঝতে পারি। যে কারণে আমাদের মধ্যে কাজের বোঝাড়াটা খুব চমৎকার। এই বৈশাখের স্ক্রিপ্ট এক কথায় চমৎকার। তাই সময় নিয়ে কাজটি করেছি।