জনপ্রিয় পপশিল্পী টেইলর সুইফট এবার এক ক্ষুদে ভক্তের শেষ ইচ্ছা পূরণ করেছেন। ৪ বছর বয়সী জেলেন সেলিনা নামের ভক্তটি দূরারোগ্য মস্তিস্ক ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকেরা তার সময়সীমা বেঁধে দিয়েছেন।
ফুটফুটে শিশুটি সুইফটের অনেক বড় ভক্ত। সেলিনার মা জেনিফার অ্যারিগাস জানতেন সুইফটের ভক্তপ্রীতির কথা। কিছুদিন আগেও সুইফট এক ভক্তের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছিলেন। তাই মেয়ের শেষ ইচ্ছা পূরণ করতে সুইফটের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
ছোট্ট সেলিনার সঙ্গে কথা বলার পর সুইফট জানান, বাচ্চাটি খুবই অসুস্থ। অসুস্থতার জন্য সে ঠিকভাবে কথাও বলতে পারছিল না। এ কথাটিও সে আমাকে বলেছে। তার কণ্ঠে ‘বাই’ শব্দটা সত্যিই অনেক কঠিন শোনাচ্ছিল।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ, ২০১৫/ রশিদা