প্রথমবারের মতো একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আমানুল ও ক্লোজআপ ওয়ানের শিল্পী শশী। ইবরার টিপুর সঙ্গীতে 'তুমিহীনা' গানটি লিখেছেন গীতিকার আশিক বন্ধু। গানটির সুর করেছেন আজম চেীধুরী।
এ প্রসঙ্গে সঙ্গীত পরিচালক ইবরার টিপু বলেন, গানটির সুন্দর কথার সঙ্গে ভালো সঙ্গীতায়োজন হয়েছে। তাই শ্রোতাদের মনে ভালোলাগা তৈরি হবে। ছুঁয়ে যাবে রোমান্টিকতা। আশা করছি গানটি ভালো জনপ্রিয়তা পাবে।
কণ্ঠশিল্পী শশী ও আমানুল বলেন, 'তুমিহীনা' গানটি অনেক ভালোবাসা জড়ানো। তাই সবার মনের ভেতরে গানটির সুর ও কথা স্পর্শ করবে ।
গানটির মিউজিক ভিডিওর শ্যুটিং আগামী সপ্তাহে কক্সবাজার সমুদ্র সৈকত ও ইনানী প্রাকৃতিক ঝর্না মরোরম লোকেশনে শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ, ২০১৫/ রশিদা