বলিউডলাইফ'র ডিজিটাল অ্যাওয়ার্ডে 'ফিট হ্যাড তো হিট হ্যায়' ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছেন আইটেমকন্যা নার্গিস ফাখরি। আর এখানে শিরোপা মাথায় তুলতে মরিয়া এ অভিনেত্রী। তাই দিনরাত শারীরিক কসরতের পাশাপাশি ডায়েটে মনোযোগ দিয়েছেন তিনি।
বলিউডলাইফ ডট কম জানিয়েছে, শরীরকে ফিট রাখতে প্রতিদিনকার খাদ্যতালিকায় নার্গিস প্রচুর পরিমান ফল ও শাকসবজি রাখছেন। এছাড়া ডিম খাওয়াকেও প্রাধান্য দিচ্ছেন। নিয়মিত ইয়োগা চালিয়ে যাচ্চেন। প্রতিদিন সকালে উঠেই জুম্বা সেশন (এক ধরণের ইয়োগা) করছেন।
বলিউডের ফিট ফিগারের শীর্ষ নায়িকাদের মধ্যে নার্গিস ফাখরির নাম তালিকার ওপরের দিকেই। এছাড়া ভূবনভুলানো হাসি ও হৃদয়ভাঙা চাহুনি দিয়ে অসংখ্য তরুণের মনকে না পাওয়ার বেদনায় ভরিয়ে তুলতে জুড়ি নেই এ অভিনেত্রীর। প্রথম শ্রেণির নায়িকা না হয়েও সেক্সি অঙ্গভঙ্গি আর শারীরিক উষ্ণতা ছড়িয়ে এরইমধ্যে বড় সংখ্যক ভক্তকূল তৈরি করেছেন তিনি। এছাড়া তার জিরো ফিগারের আবেদন সর্বজনস্বীকৃত। এ অবস্থায় বলিউডের অনেকেই মনে করছেন 'ফিটেস্ট অ্যাকট্রেস' খেতাবটা এবার নার্গিসের ঝুলিতেই যাচ্ছে। তবে এজন্য ভোটের দরকার। বড় বড় দাপুটে নায়িকাদের পেছনে ফেলে সেই ভোট নার্গিস আদায় করতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৫/ এস আহমেদ