ক্যামেরার সামনে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন যতই সাবলীল হোন না কেন গান গাইতে গেলেই তিনি বেশ লাজুক হয়ে পড়েন। রূপালি পর্দার এই জনপ্রিয় মানুষটি মাইকের সামনে হাজির হলেই নার্ভাস হয়ে যান।
সম্প্রতি এ কথা জানিয়েছেন, সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদী। তাঁর কথায়, ‘‘গান গাওয়ার সময় বেশ লজ্জা পান বচ্চন সাহেব। এজন্য তিনি আমাকে বলেছিলেন, তুমি সামনে থাকলে আমি গান গাইতে পারব না।’’
অমিতাভের আসন্ন টিভি শো ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’-র টাইটেল ট্র্যাকটি বানিয়েছেন অমিত। গানটি অমিতাভেরই গলাতেই রেকর্ড করা হয়েছে। সেই রেকর্ডিংয়েই এই অভিজ্ঞতা হয়েছে বলিউড অভিনেতার।
তিনি আরও জানিয়েছেন, অমিতাভের সঙ্গে কাজ করতে পারা সারা জীবনের জন্য এক বড় প্রাপ্তি। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। অমিতাভ নিজেই অমিতকে ফোন করে কাজের জন্য ডেকেছিলেন। কিন্তু গান গাইতে গিয়ে যে তিনি এমন লজ্জা পাবেন তা আগে ভাবেননি অমিত।
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৫/মাহবুব