রাস্তা-ঘাটে, বাসে-ট্রেনে ধর্ষণের নানা অভিযোগের মধ্যে ভারতে এবার অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক বলিউড অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি এক টেলিভিশন অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা বিশাল ঠক্করের বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে ওই অভিনেত্রী মুম্বাইয়ের চারকপ পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিনেতা বিশাল ঠক্করকে গ্রেফতার করেছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ নিয়ে উদ্বিঘ্ন সরকার। আইন-শৃঙ্খলা বাহিনীকে সদা তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণের অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজনের সাজাও হয়েছে। তারপরও বন্ধ হচ্ছে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ।
জানা গেছে, ওই টেলিভিশন অভিনেত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণ করে বিশাল। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ, ৪২০ ধারায় প্রতারণা, ৩২৩, ৫০৯ ধারায় নারীদের অমর্যাদা এবং ৫০৬ ধারায় অপরাধমূলক কাজের জন্য মামলা করা হয়েছে।
বিশাল ঠক্কর টেলিভিশনে বেশ কিছু সিরিয়ালসহ বলিউডে ট্যাঙ্গো চার্লি, চাঁদনি বার সিনেমায় অভিনয় করেন।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ