নগরে মাস্তানি করবে শুধুমাত্র পুলিশ। সন্ত্রাসীদের কোনো স্থান হবে না এ নগরে। কেউ করবে না কোনো চাঁদাবাজি।' নিজের আপকামিং ছবি নগর মাস্তান নিয়ে এমনটাই বললেন অভিনেতা জায়েদ খান। আগামী শুক্রবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে রাকিবুল আরম রাকিবের 'নগর মাস্তান' ছবিটি। এতে আরও অভিনয় করেছেন পরীমণি ও শাহ রিয়াজ। সবচেয়ে মজার ব্যাপার হলো, এ ছবিতে প্রত্যেকেই তাদের স্বনামে পর্দায় উপস্থিত হয়েছেন। জায়েদের নাম জায়েদ, পরীর নাম পরী, শাহরিয়াজের নাম শাহরিয়াজ— এমনটাই দেখা যাবে ছবিতে।
ছবিতে জায়েদকে দেখা যাবে এএসপি চরিত্রে। তার মুখের একটি সংলাপ থাকবে এমন- ‘আজ থেকে এই নগরে কোনো মাস্তান কোনো চাঁদাবাজ থাকবেনা। আজ থেকে এই নগরের মাস্তান শুধুই পুলিশ।’ জায়েদ বলেন, পুলিশও যে অপরাধ দমনে মাস্তানের ভুমিকায় অবতীর্ণ হতে পারে তা ইতিবাচক ভাবে ছবিটিতে তুলে ধরা হয়েছে। তিনি বলেন চমত্কার গল্প ও চরিত্রের ছবি এটি। আমার কাজ করে ভালো লাগা ছবির মধ্যে নগর মাস্তান অন্যতম। দর্শককে বারে বারে ছবিটি দেখতেই হবে। কারন গল্পে রয়েছে অসাধারণ চমক।
অন্যদিকে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, চমত্কার একটি গল্পের ছবি নগর মাস্তান। জায়েদ খান ও শাহ রিয়াজের সঙ্গে এটি আমার দ্বিতীয় ছবি। এর আগে ভালোবাসা সীমাহীনে ছিলেন জায়েদ ভাই ও পাগলা দিওয়ানায় শাহরিয়াজ। এ ছবির প্রত্যেকটি চরিত্র স্বনামে উপস্থিত হবেন হোক সেটা ছোট কিংবা বড়। পরীমণি আরও বলেন, একজন কলেজ ছাত্রী কিভাবে দক্ষ কর্পোরেট ওম্যান হয়ে উঠতে পারে তা তুলে ধরা হয়েছে আমার চরিত্রে। দেখানো হয়েছে স্টুডেন্ট থেকে বাবার ব্যবসা দেখা-শোনা করতে গিয়ে কত বাধা বিপত্তি পাড়ি দিতে হয়। সব মিলিয়ে একটি এ্যাকশন ধর্মী চরিত্রে দেখা যাবে আমাকে।
'নগর মাস্তান' ভিডিও: