সাইন ল্যাঙ্গুয়েজে ডাবিং হবে 'বজরঙ্গি ভাইজান' এমনটাই শোনা যাচ্ছে। বাস্তবের 'মুন্নি' অর্থাৎ গীতার অনুরোধেই নাকি বিশেষ ক্ষমতা সম্পন্নদের সাহায্যকারী কেন্দ্রের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত করা হবে।
পথ ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েছিল মুন্নি নামের একটি শিশু। এই শিশুকে নিয়েই আবর্তিত হয় 'বজরঙ্গি ভাইজান' মুভির কাহিনী। আর এই কাহিনী দেখতে চায় গীতা। তাই তার অনুরোধ, প্রতীকী ভাষায় ছবিটি ডাব করা হলে বিশেষ শারীরিক ক্ষমতা সম্পন্নরাও ছবিটি উপভোগ করতে পারবে।
আপাতত করাচিতে রয়েছে গীতা। আগামী ২৬ অক্টোবর পাকাপাকি ঘরে ফিরবে সে।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর, ২০১৫/ রশিদা