তাঁর মাতৃশক্তি প্রেমের কথা কারও অজানা নয়। কলকাতায় এলে হাজার ব্যস্ততার মাঝেও অন্তত এক বার কালীঘাট ঘুরে যান। প্রতি বছরই দুর্গাপুজোয় মুম্বাইয়ের কোনও না কোনও প্যান্ডেলে অঞ্জলি, সন্ধিপুজো, সব কিছুতেই উপস্থিত থাকেন। গত কয়েকদিন মুম্বাইতে চুটিয়ে দুর্গাপুজোর আনন্দ করেছেন। চেনা-পরিচিতদের পুজোতে গিয়েছেন। কখনও ঢাকের তালে নেচেছেন, কখনও অপার দৃষ্টিতে মা দুর্গার দিকে তাকিয়ে থেকেছেন। তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী সুষ্মিতা সেন। মহাষ্টমীতে সুস্মিতা জানালেন, মা দুর্গা একদম তাঁরই মতো। ঘুরিয়ে বললে, তিনিও মা দুর্গার মতোই নারী। মা দুর্গার বাকি গুণগুলোও তিনি অর্জন করতে চান।
বুধবার দুই মেয়ে রেনে ও অলিশাকে নিয়ে পুজো প্যান্ডেল ঘোরার মাঝেই সাংবাদিকদের সুস্মিতা বলেন, ''আমি মা দুর্গার মতো হতে চাই। উনি একাধারে মা, শক্তির প্রতীক ও যোদ্ধা।''
মা দুর্গার কোন গুণ তাঁকে বেশ আকৃষ্ট করে, এই প্রশ্নের উত্তরে প্রাক্তন মিস ইউনিভার্স বলেছেন, মা দুর্গা শক্তিশালী মা, যিনি যেকোনও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। এটাই তাঁকে সব থেকে বেশি টানে।
সম্প্রতি বাঙলা ছবিতে আত্মপ্রকাশ করেছেন সুস্মিতা। সৃজিত মুখার্জির 'নির্বাক' ছবিতে দেখা গেছে তাঁকে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/ এস আহমেদ