বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে রনবীর সিং না রনবীর কাপুর - কার সঙ্গে বেশি সেক্সি দেখায় তা বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। কারো কারো অভিমত, রনবীর কাপুরের সঙ্গে দীপিকাকে বেশি হট দেখায়। আবার কেউ কেউ বলেন, রনবীর কাপুর নয়, রনবীর সিংয়ের সঙ্গেই বেশি সেক্সি দেখায় এই অভিনেত্রীকে। তবে সম্প্রতি আসন্ন মুভি 'বাজিরাও মাস্তানি'র এক পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এর উত্তর মিলেছে খোদ রনবীর সিংয়ের কাছ থেকেই। রনবীর কাপুর নয়, বরং তার সঙ্গেই নাকি দীপিকাকে বেশি সেক্সি দেখায় বলে মন্তব্য করেন রনবীর সিং।
রনবীর সিং ও দীপিকা এবং রনবীর কাপুর ও দীপিকা-এই দুইয়ের মধ্যে কার রসায়ন অধিকতর ভালো এমন প্রশ্নে রনবীর সিং বলেন, 'দীপিকা ও রনবীরের ভিন্ন রসায়ন রয়েছে। দীপিকা এবং আমারও ভিন্ন রসায়ন আছে। প্রতিটি জোড়ারই তার নিজস্ব আবেদন ও চার্ম রয়েছে। তবে অবশ্য দীপিকাকে রনবীরের চেয়ে আমার সঙ্গেই বেশি সেক্সি দেখায়!' খবর ইয়াহু নিউজের
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর ২০১৫/শরীফ